গাজীপুরের শ্রীপুরে শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় কবির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে ১১ বছর বয়সী আবির হোসেন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনা–গাজীপুর আঞ্চলিক সড়কের বনানী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া নতুন বাজারের বটতলা এলাকার বাসিন্দা। তিনি ভেটেরিনারি ওষুধ বিক্রির পাশাপাশি পশু চিকিৎসা করতেন। জৈনা বাজারে তাঁর একটি পশু চিকিৎসালয় ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাতে শিশুপুত্রকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কবির। বনানী মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আবির বর্তমানে শঙ্কামুক্ত।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও ট্রাকটি জব্দ করে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”