চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ৫ নাম্বার সড়কের একটি তোয়ালে ও মেডিকেল সরঞ্জাম তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।তবে এখনো আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিসের ইউনিটরা।
এদিকে আগুন নেভানোর কাজে সহায়তা দিতে নৌ বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।