বাংলাদেশের জনপ্রিয় কিশোর সাহিত্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র, ‘তিন গোয়েন্দা’ সিরিজের স্রষ্টা রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
লেখকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেবা প্রকাশনী-এর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি জানান, রকিব হাসান নিয়মিত ডায়ালাইসিস করাতেন। বুধবারও নিয়মমতো হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ডায়ালাইসিস চলাকালীন হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। বিকেল প্রায় ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই দাফনের পরিকল্পনা রয়েছে। তাঁর দাফন সম্পন্ন হতে পারে স্ত্রীর কবরের পাশেই।
রকিব হাসানের সাহিত্যজীবন শুরু হয়েছিল সেবা প্রকাশনী থেকেই। তিনি প্রথমে বিশ্বখ্যাত ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন। এরপর টারজান, গোয়েন্দা রাজু ও রেজা-সুজা সিরিজসহ প্রায় চার শতাধিক জনপ্রিয় বই রচনা করেন। তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় ‘তিন গোয়েন্দা’ সিরিজের স্রষ্টা হিসেবে।
‘তিন গোয়েন্দা’ মূলত ‘দ্য থ্রি ইনভেস্টিগেটরস’ অবলম্বনে লেখা হলেও রকিব হাসানের কলমে এটি পেয়েছিল সম্পূর্ণ নতুন, বাংলাদেশি আঙ্গিক ও নিজস্ব রূপ। তাঁর হাত ধরে এই সিরিজ বাংলাদেশের কিশোর-কিশোরীদের শৈশবের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।
নিজ নামে লেখার পাশাপাশি তিনি একাধিক ছদ্মনাম ব্যবহার করেছেন। ‘শামসুদ্দীন নওয়াব’ নামে অনুবাদ করেছেন জুল ভার্ন-এর বিখ্যাত রচনাগুলোও।
বাংলাদেশে কিশোর সাহিত্যের প্রসারে রকিব হাসানের অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।