ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা করেছে স্থানীয় পাহাড়ি আদিবাসীরা। পরে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায়।
বুধবার রাত ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতের কাছে পাঠায়।
নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগরের জুয়েল মিয়া (৩২), বাসুলার পতি মিয়া (৪৫) এবং কবিলাশপুরের সজল মিয়া (২০)। ছবির মাধ্যমে তাদের শতভাগ শনাক্ত করা হয়েছে।
পরিবারের দাবি—জ্বালানি কাঠ সংগ্রহ করতে তারা সীমান্ত পাড় হয়ে জঙ্গলে গিয়েছিলেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।