বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) তৃতীয় ওয়ানডে ম্যাচে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছিলো আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানের বিরুদ্ধে। ফলাফলে ইব্রাহিম জাদরানকে ম্যাচ ফি’র ১৫ শতাং জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারে, যখন জাদরান ১১১ বল খেলে ৯৫ রান করার পর ব্যাট দিয়ে ড্রেসিং রুমের কাছে থাকা একটি সরঞ্জামে আঘাত করেন। আইসিসি খেলোয়াড় আচরণবিধির ধারা ২.২ অনুযায়ী এই ধরনের আচরণ ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনার প্রতি অপব্যবহার’ হিসেবে বিবেচিত হয়।
জাদরান অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি গ্রেম লাবরুয়র প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এটি তার গত ২৪ মাসের মধ্যে প্রথম অপরাধ।
আইসিসি নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যা টেস্ট, ওডিআই বা টি-টোয়েন্টি ম্যাচের নিষিদ্ধকরণের কারণ হতে পারে।