আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে গেল শান্তির সেই চুক্তি। পাকতিকা প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে স্থানীয় তিন ক্রিকেটারসহ অন্তত ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
আজ (১৮ অক্টোবর) শনিবার সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় এক ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানি বিমান হামলায় স্থানীয় তিনজন ক্রিকেটার প্রাণ হারিয়েছেন।
আগামী মাসে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কার মাঝে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচগুলো।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে এই হামলাকে ‘কাপুরুষোচিত ও মানবতাবিরোধী’ বলে আখ্যা দিয়ে নিহতদের স্মরণে সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
এসিবি জানায়, ‘আমাদের খেলোয়াড়, নাগরিক ও ক্রীড়া সম্প্রদায়ের ওপর এই আক্রমণ অকল্পনীয়। যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, এর আগে এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আফগানিস্তান দল পাকিস্তান সফরে গেলেও কখনো পাকিস্তানের বিপক্ষে খেলেনি।
ফলে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো খেলত আফগানিস্তান। কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে এটি আর হচ্ছে না। এমনকি অনিশ্চিত হয়ে পড়েছে সিরিজও।