সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে গেলো ব্যাপক এক সংঘর্ষ। রাতের বেলা টর্চলাইট জ্বালিয়েই ঘটে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ। এতে দুইপক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা সদরের হালুয়াপাড়া এবং ছোট দেওয়ানপাড়ার মধ্যে এ সংঘর্ষ চলে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার এবং পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সরাইল উপজেলা সদরের অন্নদা স্কুলের মাঠের পুকুরে গোসল করতে যায় হালুয়াপাড়া এলাকার তায়িন নামে এক যুবক। এ সময় একই পুকুরে ছোট দেওয়ানপাড়ার দুই যুবক শাকিল ও শিপনও গোসল করতে যায়। গোসল করার সময় ঝাঁপ দেওয়ায় পানি ছিটে পড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ও শিপন মিলে তায়িনকে মারধর করেন।
এ ঘটনার খবর পেয়ে হালুয়াপাড়া এবং ছোট দেওয়ানপাড়া এলাকার লোকজন দুই দলে বিভক্ত হয়ে টর্চলাইট জ্বালিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা ধরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়।
ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ-আনসারের পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।
আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।