জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন পাকিস্তানের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী মুখ হানিয়া আমির। মঙ্গলবার সংস্থাটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, একজন অভিনেত্রী ও সমাজসেবী হিসেবে হানিয়া পাকিস্তানের নারী ও মেয়েদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরবেন, সচেতনতা বাড়াবেন এবং পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবেন। তাদের লক্ষ্য—একটি এমন সমাজ গড়া যেখানে নারীরা হিংসা, বৈষম্য ও অন্যায় থেকে মুক্ত থেকে নিজের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে।
এই নিয়োগের মাধ্যমে হানিয়া যুক্ত হলেন আন্তর্জাতিক শুভেচ্ছাদূতের সম্মানজনক তালিকায়, যেখানে আছেন মুনিবা মাজারি, ফারহান আখতার ও সানিয়া মির্জার মতো তারকারা। এর আগে ২০১৫ সালে মুনিবা মাজারি ছিলেন ইউএন উইমেন পাকিস্তানের প্রথম শুভেচ্ছাদূত।
নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই হানিয়ার ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। অনেকে প্রশংসা জানিয়ে লিখেছেন—“এমন গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সঠিক নির্বাচন”। যদিও কিছু নেটিজেন এই পদে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবুও অধিকাংশের প্রতিক্রিয়া ছিল উচ্ছ্বাস ও গর্বের।