দুধ দিয়ে গোসল করে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন হিরো আলম। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে তালাকের ঘোষণা দেন তিনি।
হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল, তিন মাসের মধ্যে রিয়া মনি কোর্টের মাধ্যমে তালাকের কাগজ পাবেন।
তালাকের পর তিনি বলেন, “যদি কোনো দিন রিয়া মনিকে বউ বলে সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা করবেন।”
এর আগে ফেসবুকে তিনি লিখেছিলেন—ভক্তরা দুধ নিয়ে আসছেন তাকে গোসল করানোর জন্য। সেই ঘোষণা অনুযায়ী তালাকের পর দুধ দিয়ে গোসলও করেন তিনি।
তালাকের পর নতুন বিয়ে নিয়ে গুঞ্জন উঠলেও হিরো আলম বললেন, এখন বিয়ে নয়, সন্তানদের দেখাশোনার জন্য একজন মা খুঁজছেন তিনি। অতীতের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, আগের দুই স্ত্রী তাকে ব্যবহার করেছেন, সংসার টেকেনি।