চিত্রনায়িকা মাহিয়া মাহি বছরদেড়েক আগে নিজেই ঘোষণা দিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের খবর। এরপর আর প্রকাশ্যে দুজনকে একসঙ্গে দেখা যায়নি। তবে দেড় বছর পর এসে মাহি জানালেন, তাদের আসলে বিচ্ছেদ হয়নি।
কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মাহি। আর রাকিব সরকারের অবস্থান অজানা। এমন সময় কিছুদিন আগে নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন তিনি। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লেখেন— ‘মাশাআল্লাহ’।
এরপর থেকেই গুঞ্জন ছড়ায়, আবারও কি এক হচ্ছেন মাহি-রাকিব? এ নিয়ে গণমাধ্যমে মাহি বলেন, “আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।”
ছবি পোস্টের প্রসঙ্গে তিনি আরও জানান, “ছবিটি ভারতে তোলা হয়েছিল, তখন প্রকাশ করিনি। এখন উইকিপিডিয়ায় আমাদের ডিভোর্স লেখা থাকায় ভুল বোঝাবুঝি দূর করতেই পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও বৈবাহিক অবস্থা ‘ম্যারিড’ লেখা আছে। আমরা ভালো আছি।”
এর আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, চেষ্টা করেও সম্পর্ক টেকেনি, তাই বন্ধুত্ব বজায় রাখতেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন। তবে তিনি স্বীকার করেছিলেন, রাকিব তাদের সন্তান ফারিশের প্রতি অত্যন্ত যত্নবান ও দায়িত্বশীল।
এদিকে ডিভোর্স নিয়ে মাহির এই দুই ভিন্ন বক্তব্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকে বলছেন, আসলেই কি বিচ্ছেদ হয়েছিল, নাকি সবই ছিল রাগের মাথার ঘোষণা— এখন সেটাই প্রশ্ন।
প্রসঙ্গত, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। পাঁচ বছর পর সেই সংসার ভেঙে যায়। ২০২১ সালে তিনি রাকিব সরকারকে বিয়ে করেন। বছরদেড়েক আগে বিচ্ছেদের ঘোষণা দিলেও এখন বলছেন— “আমরা ভালো আছি।”