বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে আবারও ফিরছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি, তবে এবার আবারও সেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শান্ত টেস্ট নেতৃত্বে ফেরার বিষয়ে সম্মতি দেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও বোর্ড পরিচালকদের উপস্থিতিতে ওই বৈঠকেই তার ফেরার বিষয়টি চূড়ান্ত হয়।
এর আগে গত জুনে শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট শেষে নেতৃত্ব ছাড়েন শান্ত। এরপর থেকে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক শূন্য ছিল। নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে নতুন অধিনায়ক নিয়োগের প্রস্তুতি নিচ্ছিল বিসিবি।
সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে পারফরম্যান্স ও সাম্প্রতিক বিতর্ক বিবেচনায় বোর্ড শান্তকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছে।
বিসিবির সূত্র জানায়, টেস্টে অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে শান্তকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্ত নিজেও দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বোর্ডকে আশ্বস্ত করেছেন টেস্টে দলের নেতৃত্ব দেবেন তিনি।