ঢালিউডের মেগাস্টার শাকিব খান নতুন লুকে হাজির হয়ে আবারও নজর কাড়েছেন। তবে এবার প্রশংসার সঙ্গে উঠে এসেছে কপির গুঞ্জন। নেটিজেনরা বলছেন, ভারতের মালায়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন-এর পুরোনো লুকের সঙ্গে শাকিবের লুকের মিল চোখে পড়ার মতো।
দুজনেরই কালো ডেনিম জ্যাকেট, সাদা সুতোর স্টিচিং, কালো সানগ্লাস এবং ঘন গোঁফ রয়েছে। চুলের পরিপাটি ওয়েভি স্টাইলও মিলেছে। শাকিবের সানগ্লাস এভিয়েটর স্টাইলের, পৃথ্বীরাজের টর্টসেল ফ্রেম হলেও সামগ্রিক লুক এতটাই মিল যে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, “বাংলার কিং খান কি দক্ষিণের স্টাইল কপি করলেন?”
শাকিবের নতুন সিনেমা ‘সোলজার’-এ তিনি একজন সৈনিকের চরিত্রে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। এই গল্প কিছুটা মিল খুঁজে দেয় পৃথ্বীরাজের আলোচিত সিনেমা ‘এল টু এমপুরান’-এর সঙ্গে।
নেটিজেনদের একাংশ বলেছেন, “শাকিবের লুক যতই আকর্ষণীয় হোক, এতে পৃথ্বীরাজের ছোঁয়া অস্বীকার করা যাবে না।” অন্যদিকে ভক্তরা দাবি করছেন, “অনুপ্রেরণা নেওয়া আর কপি করা আলাদা; শাকিব তার লুকে এনেছেন নিজস্ব স্টাইল।