আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল করবে এনসিপি।
বুধবার বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ঢাকায় আয়োজিত এই প্রতিবাদী মিছিলে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসহ সব ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।
এ অবস্থায় সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাজধানীর বাইরেও অগ্নিকাণ্ড ও ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।