ঢালিউড সুপারস্টার শাকিব খান ফের হাজির হয়েছেন একদম নতুন লুকে। আসন্ন সিনেমা ‘সোলজার’–এর প্রকাশিত লুক ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে শাকিব খান নিজের ফেসবুক পেজে ‘সোলজার’ লুকের কয়েকটি ছবি প্রকাশ করেন। কালো সানগ্লাস ও গোঁফে নতুন এই লুকে মুগ্ধ ভক্তরা। ছবিগুলোতে একাধিক পোজে দেখা গেছে তাকে, আর গোঁফটাই যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
এর আগের দিন (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনে অংশ নেন শাকিব খান। সেখানে তাকে একনজর দেখতে আশপাশের পুরো এলাকাজুড়ে জমে যায় ভক্তদের ভিড়। নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে।
অনুষ্ঠানে উপস্থিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান শাকিবের নতুন লুক নিয়ে জানতে চাইলে তিনি হেসে বলেন, “শুটিং শেষে যারা মেকআপ রিমুভ করেন, আমি তাদের মাঝে মাঝে বলি গোঁফটা খুলে দাও। অনেকেই গোঁফে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে, আরে এটাতো আসল!” যদিও গোঁফটি সত্যি না নকল, তা স্পষ্ট করেননি তিনি।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই অ্যাকশন–ড্রামা সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক দেশপ্রেমিক চরিত্রে, যিনি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। ছবিটি চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।