দেশজুড়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়তে থাকায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। গতকাল শুক্রবারও একাধিক যানবাহনে আগুন দেওয়া হয়। গত চার দিনে কমপক্ষে ৩২টি যানবাহন ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত হয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচল, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া–আসা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে চেকপোস্ট বৃদ্ধি, টহল জোরদার এবং জনসমাগমের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে। রায়কে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা ও হামলা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গত ১২ নভেম্বরেই ৩২টি ককটেল বিস্ফোরণ ঘটনার নথি পায় আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা রেলস্টেশনের ট্রেনের বগি ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলার ঘটনাও ঘটে।
রায় ঘোষণার তারিখ সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লকডাউন’ ও ‘শাটডাউন’ কর্মসূচি ছড়াচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে ভাষণ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেও জামায়াত পক্ষপাতিত্বের অভিযোগ করেছে।
গত বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে দেশব্যাপী বিক্ষোভ, সড়ক ও রেল অবরোধ, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে, দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ থাকে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অঘোষিত ছুটি দেয়। অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবারও ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ, মানিকগঞ্জে বাসে আগুনে ঘুমন্ত চালকের দগ্ধ হওয়া, পটুয়াখালী,বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা বলছেন, রায়কে কেন্দ্র করে আরও নাশকতা ঘটতে পারে এমন আশঙ্কায় সাধারণ মানুষ চিন্তিত। আগামী রবিবার ও সোমবারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, যা অফিস-আদালত, কলকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।