বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন। তবে সেখানে রাতযাপনের অনুমতি দেওয়া হবে কি না, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করা হবে।”
এর আগে, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গত ফেব্রুয়ারিতে ৯ মাসের জন্য দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ রাখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেন্ট মার্টিন দ্বীপে অতিরিক্ত পর্যটক চাপ, অনিয়ন্ত্রিত প্লাস্টিক বর্জ্য, প্রবাল ধ্বংস ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি গুরুতর পর্যায়ে পৌঁছায়। এ কারণে দ্বীপটি সংরক্ষণে কঠোর পদক্ষেপ নেয় সরকার।
বর্তমানে স্থানীয় প্রশাসন, নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে দ্বীপে পর্যটক প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পর্যটন কাঠামো গড়ে তোলার কাজ চলছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর থেকে পর্যটকদের সীমিত আকারে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দ্বীপের পরিবেশগত ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।