ফেসবুকে ‘জীবন থেকে পালাতে চাই’ লেখার কয়েক ঘণ্টা পরই ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড পড়ে নিহত
রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বেয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ গেল আবুল কালাম (৩৬)-এর। রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল জলিল চোকদারের ছেলে কালাম স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলিতে থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ওপর থেকে ভারী ধাতব যন্ত্রাংশটি পড়ে মাথায় আঘাত হানে কালামের। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার ১৫ ঘণ্টা আগে নিজের ফেসবুকে কালাম লিখেছিলেন, “ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”
নিহতের ভাবী আছমা আক্তার বলেন, “দুপুরে শেষ কথা হয়েছিল। বলেছিল, বাড়ি এসে ইলিশ খাবে। কয়েক ঘণ্টা পরই শুনলাম মারা গেছে।”
চাচাতো ভাই আব্দুল গণি মিয়া চোকদার অভিযোগ করেন, “সরকারের অবহেলার কারণেই ভাইকে হারালাম। পরিবারটির পাশে সরকারকে দাঁড়াতে হবে।”
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।