দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং একটি শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর আন্দ্রে বোচারভ।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি জানান, হামলায় একটি ২৪ তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বারান্দা ভেঙে পড়ে এবং পাশের বাড়িগুলোর জানালা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
গভর্নর জানান, ৪৮ বছর বয়সী এক বেসামরিক ব্যক্তি ধাতব টুকরোর আঘাতে নিহত হন। এছাড়া, ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোআর্মেইস্কি জেলার একটি শিল্প এলাকায় আগুন লাগে, তবে দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ভলগোগ্রাদ অঞ্চল রুশ-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রে রাশিয়ার গ্যাস ও পেট্রোলিয়াম পরিশোধন কারখানা রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রুশ ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে। এসব হামলার ফলে রাশিয়ায় জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রুশ কর্তৃপক্ষ জানায়, গত মাসে ক্রাসনোদার অঞ্চলে একটি তেল শোধনাগার, একটি তেল টার্মিনাল এবং রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে হামলা চালায় ইউক্রেন। অন্যদিকে, মস্কোও পাল্টা হামলা বাড়িয়ে ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও রেলপথে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে।