চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।
শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫১৩ জনে। এর মধ্যে ৬৭ হাজার ৪৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত এক দিনে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ১২৯ জন, এরপর চট্টগ্রামে ৯৮ জন, ঢাকার বিভিন্ন এলাকায় ৩৫৭ জন, ময়মনসিংহে ২৯ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ১৩ জন এবং সিলেটে ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৮ জনের। গত বছর (২০২৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।