আগামি নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি ও রমজানের আগেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আজ রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বাড়াতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি।
এনসিপির শাপলা প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, সংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে তা দেওয়া যাচ্ছে না।