চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হকের পর এবার সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বুধবার (৩০ অক্টোবর) আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার আদালতে আবেদনে উল্লেখ করেন, লুসিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তিনি দেশ ত্যাগ করলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। তাই মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশগমন নিষিদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদনটি পর্যালোচনা করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। সে সময় তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে ১৯৯৭ সালের জুলাইয়ে তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্ত করে সিআইডি, তবে তাদের প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা বলা হয়।
সম্প্রতি আদালত বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি পুনরায় হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর।
এ মামলায় সালমানের স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।