ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ঘটেছে চাঞ্চল্যকর এক ডাকাতির ঘটনা। রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি জানান, ঘটনাটির পর জাদুঘরটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এক্স (পূর্বের টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ব্যতিক্রমী কারণে আজকের দিনের জন্য লুভর জাদুঘর বন্ধ থাকবে।’ তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে ডাকাতরা কী নিয়ে গেছে, তা এখনও পরিষ্কার নয়। বিভিন্ন ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাদুঘরের গয়নার সংগ্রহ থেকে কিছু মূল্যবান জিনিস চুরি হয়েছে।
উল্লেখ্য, লুভর জাদুঘর বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর, যেখানে রয়েছে ইতিহাসের বহু অমূল্য শিল্পকর্ম ও নিদর্শন। এর মধ্যে বিখ্যাত ‘মোনালিসা’র প্রতিকৃতি অন্যতম।
চুরি হওয়া জিনিসপত্র উদ্ধারে তৎপর রয়েছে ফরাসি পুলিশ।