বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আজ। ষাট বছরে পা রাখলেন এই কিংবদন্তি অভিনেতা। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া শাহরুখ আজ ভারতের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছেন বৈশ্বিক তারকা।
ছোট পর্দার ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিক দিয়ে শুরু তাঁর অভিনয়যাত্রা। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর একের পর এক হিট ছবি—‘বাজিগর’, ‘ডর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে। নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত বলিউডের রোমান্সধারার প্রতীক হয়ে আছেন শাহরুখ।
কিছুটা মন্দা কাটিয়ে ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র সাফল্যে ফের প্রমাণ করেছেন, তিনিই বলিউডের রাজা। ‘জওয়ান’ ছবির জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে শাহরুখ খানের সম্পদের পরিমাণ ধরা হয়েছে ১২ হাজার ৪৯০ কোটি রুপি। তালিকায় তিনি আছেন বলিউডের সবচেয়ে ধনী তারকার শীর্ষস্থানে।
স্ত্রী গৌরী খান ও তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রামকে ঘিরেই শাহরুখের ব্যক্তিজীবন। সুহানা ইতিমধ্যে বাবার পথ অনুসরণ করে অভিনয়ে নাম লিখিয়েছেন, আর আরিয়ান ব্যস্ত চলচ্চিত্র পরিচালনায়।
প্রতিবছরই জন্মদিনে শাহরুখের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভিড় করেন হাজারো ভক্ত। আজও সেখানে উৎসবের আমেজ, অপেক্ষা কেবল এক ঝলক বাদশাকে দেখার।