চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী লেনে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে, যার মধ্যে একটি বগি অন্তত ১০০ মিটার পর্যন্ত ইঞ্জিনের টানায় সরে যায়। দুর্ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে, সীতাকুণ্ড রেলস্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে শেখপাড়া এলাকায়।
রেল পুলিশ ও উদ্ধারকারীরা শনিবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু করে এবং ১১ ঘণ্টা পর বেলা দুইটার দিকে বগি তিনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে ঢাকামুখী রেললাইনে সাময়িক বিঘ্ন ঘটে, তবে ট্রেন চলাচল বন্ধ হয়নি। কিছুটা দেরি হওয়ায় গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগিতে গার্মেন্টস পণ্য ও জুতা ছিল। দুর্ঘটনার সময় পেছনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সামনের দুটি বগি আটকা পড়ে। এছাড়া রেলের চাকা ও স্লিপারও ক্ষতিগ্রস্ত হয়।
রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগি ও স্লিপার ওয়ার্কশপে পাঠানো হবে এবং ঢাকামুখী লাইন পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় ট্রেন চলাচলের জন্য সচল করা হবে। ততক্ষণ পর্যন্ত চট্টগ্রামমুখী লাইনের মাধ্যমে উভয় দিকে ট্রেন চলাচল চালানো হচ্ছে।