আর্থিক দুর্নীতির অভিযোগে কারাদণ্ড পেয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ফরাসি ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি কোনো অপরাধের দায়ে কারাভোগ করবেন।
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে বিপুল অর্থ অবৈধভাবে গ্রহণের মামলায় সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ অনুযায়ী, গাদ্দাফির কাছ থেকে পাওয়া অর্থ ব্যবহার করা হয়েছিল তাঁর ২০০৭ সালের নির্বাচনী প্রচারণায়। আদালত তাঁকে “অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত” হিসেবে দোষী সাব্যস্ত করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের সহযোগী ফিলিপ পেটেইন ১৯৪৫ সালে রাষ্ট্রদ্রোহের দায়ে কারাগারে যাওয়ার পর, ফ্রান্সে আর কোনো সাবেক নেতা কারাবন্দি হননি।
বর্তমানে ৭০ বছর বয়সী সারকোজি তাঁর কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে প্যারিসের লা সান্তে কারাগারের আইসোলেশন ইউনিটের প্রায় ৯৫ বর্গফুটের একটি কক্ষে থাকতে হবে।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সারকোজি। তাঁর এই দণ্ডকে ফ্রান্সের রাজনীতিতে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।