দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া মনে করতেন, নির্দিষ্ট বয়স পেরোলেই নায়িকাদের পর্দায় আকর্ষণীয় চরিত্রে আর দেখা যায় না। কিন্তু এখন নিজের সেই ধারণাকেই ভুল মনে করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “আগে ভাবতাম ১০ বছর কাজ করব, তারপর বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব। কারণ তখন কমবয়সী অভিনেত্রী ছাড়া নায়িকা চরিত্রে কাউকে কাস্ট করা হতো না।”
তিনি আরও বলেন, “কিন্তু কাজ করতে করতে এখন ৩০-এর কোঠা পেরিয়ে গেছি। তবু মনে হচ্ছে, ইন্ডাস্ট্রিকে দেওয়ার মতো আরও অনেক কিছু আছে আমার। এখন বয়স কোনো বিষয় নয়।”
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এসে তামান্না দেখছেন, চলচ্চিত্রে নারীর চরিত্রচিত্রণ বদলে গেছে। তার ভাষায়, “এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র লেখা হয়, আর সেই চরিত্রগুলোর গুরুত্বও সমানভাবে দেওয়া হচ্ছে।”
তামান্না ভাটিয়া বর্তমানে দক্ষিণী ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করছেন। তার সাম্প্রতিক কাজগুলোতেও দেখা গেছে পরিণত বয়সের নারীর শক্তিশালী ও বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের দৃষ্টান্ত।