মেক্সিকোর উত্তরাঞ্চলের সোনোরা প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (১ নভেম্বর) প্রদেশটির গভর্নর আলফোনসো দুরাসোর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
গভর্নর দুরাসো এক ভিডিও বার্তায় জানান, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে এবং আহতরা হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মেক্সিকান রেড ক্রস জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন নারী, ৫ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে হেরমোসিলো শহরের ওয়ালডোস নামের একটি চেইন দোকানে।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়, তবে সোনোরা প্রাদেশিক জননিরাপত্তা দপ্তর জানিয়েছে, ঘটনাটি কোনো নাশকতা বা হামলার কারণে ঘটেনি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।