গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুদাম থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেলে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, “তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।”
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় দূর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।