অকল্যান্ডের ইডেন পার্কে চার-ছক্কার উৎসবেই জমে উঠেছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ৩০ ছক্কা, ২৪ চার আর মোট ৪১১ রানের ম্যাচে শেষ পর্যন্ত মাত্র ৩ রানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিউই পেসার কাইল জেমিসনের স্লোয়ার ডেলিভারিতে টাইমিং ভুল করে কেবল এক রানই নিতে পেরেছিলেন ম্যাথু ফোর্ড। তাতেই শেষ ৭ ওভারে ১১০ রান তুলেও হার মানে ক্যারিবীয়রা।
এর আগে নিউজিল্যান্ড ১২ ওভারে ছিল ৮১/২। সেখান থেকে শেষ ৮ ওভারে ঝড় তোলে ব্যাটাররা—২০ ওভারে স্কোর দাঁড়ায় ২০৭/৫।
চ্যাপম্যান একাই খেলেন ২৮ বলে বিধ্বংসী ৭৮ রানের ইনিংস, মারেন ৭ ছক্কা ও ৪ চার। টিম রবিনসন ২৫ বলে ৩৯, ড্যারিল মিচেল ১৪ বলে ২৮ এবং স্যান্টনার ৮ বলে ১৮ রান করেন।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ধীর হলেও শেষ দিকে রোমারিও শেফার্ড, রোভম্যান পাওয়েল ও ম্যাথু ফোর্ডের ঝড়ো ব্যাটিংয়ে জমে ওঠে ম্যাচ। শেষ ৫ ওভারে তারা তোলে ৮৭ রান—যা টেস্ট খেলুড়ে দলের মধ্যে নতুন বিশ্বরেকর্ড।
পাওয়েল ১৬ বলে ৪৫ রান করে ৬ ছক্কা হাঁকান, শেফার্ড ১৬ বলে ৩৪ ও ফোর্ড ১৩ বলে ২৯ রান করেন। তবু শেষ বলে ছক্কা না আসায় জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড, আর সিরিজ দাঁড়ায় ১-১ সমতায়।