ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের একদিন পরই মাঠে নেমে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। বাকি দুটি গোল করেছেন জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে একপেশে দাপট দেখায় রিয়াল। ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখে তারা ১৯টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভ্যালেন্সিয়া অন টার্গেট করতে পারে মাত্র দুটি শট।
১৯তম মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। ৩১ মিনিটে আর্দা গুলারের ক্রসে ভলিতে দ্বিতীয় গোলটি করেন তিনি। এই জোড়া গোলে লা লিগায় টানা আট ম্যাচে গোল করার কীর্তি গড়েন ফরাসি তারকা।
বিরতির আগে ৪৪ মিনিটে বেলিংহ্যাম জোরালো শটে ব্যবধান বাড়ান। তবে তার কিছুক্ষণ আগে পেনাল্টি মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র।
শেষ দিকে বদলি হিসেবে নামা কারেরাস ৮২ মিনিটে চমকপ্রদ শটে রিয়ালের চতুর্থ গোলটি করেন।
এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল দ্বিতীয়, আর একটি কম ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।