অবশেষে বাংলাদেশ নাগরিক পার্টির আবেদনকে মাথায় নিয়ে প্রতীক হিসেবে সংযুক্ত করা হয়েছে শাপলা কলিকে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত প্রতীক তালিকায় নতুন রাজনৈতিক প্রতীক ‘শাপলা’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এ প্রতীকটি ১০২ নম্বরে যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তখন তিনি জানান, কমিশন নিজ বিবেচনায় নতুন প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে।
উল্লেখ্য, সর্বশেষ গত ৭ অক্টোবর আবারো শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনাচিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নেয় না ইসি। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ বক্তব্য, বিধিমালার তালিকা থেকেই কোনো একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে। বলা হয়েছিল, জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন।
গত ১৯ অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন ছিল। তবে সে সময়ও শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না বলে জানায় এনসিপি। অবশেষে আজ প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করে ইসি