গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করছে। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাজার এলাকার এক বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে সন্দেহভাজনরা পাশের নাসিরাবাদ গ্রামে পালিয়ে যান।
সেখানকার লোকজনও তাঁদের ধাওয়া করে। তিনজন পুকুরে ঝাঁপ দিলে স্থানীয়রা তাঁদের ধরে পিটুনি দেন। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।