বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস রচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারে এরই মধ্যে ৯৮টি ম্যাচ খেলেছেন তিনি। আর দুটি টেস্ট খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে লাল বলের ফরম্যাটে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন এই অভিজ্ঞ ব্যাটার।
আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেই হবে মুশফিকের এই ঐতিহাসিক উপস্থিতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সিরিজের সময়সূচি ঘোষণা করেছে। সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, যা হবে মুশফিকের শততম টেস্ট ম্যাচ।
এর আগে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। দুই টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন,
‘একশো টেস্ট খেলা বিশাল এক অর্জন। আমাদের দেশে এটি প্রথমবার ঘটতে যাচ্ছে, তাই এটা সবার জন্যই গর্বের। শুধু ক্রিকেট বোর্ড নয়, যারা ক্রিকেট ভালোবাসেন, তারাও এই সাফল্য উদ্যাপন করবেন বলে আমি বিশ্বাস করি।’
টেস্টে এখন পর্যন্ত মুশফিকের সংগ্রহ ৯৮ ম্যাচে ১২টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সহায়তায় ৬ হাজার ৩২৮ রান, গড় ৩৮ দশমিক ১০। তার পরেই আছেন মুমিনুল হক (৭৩ টেস্ট), সাকিব আল হাসান (৭১), তামিম ইকবাল (৭০) এবং মোহাম্মদ আশরাফুল (৬১)।
টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।