নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ বেছে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমরা শাপলা কলি নেব। নির্বাচন কমিশনের আচরণে কিছু স্বেচ্ছাচারিতা থাকলেও বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি।’
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও জানান, শাপলা কলি প্রতীক নিয়ে দেশজুড়ে ইতিবাচক সাড়া মিলেছে। দেশের যেকোনো প্রান্ত থেকে আগ্রহীরা প্রার্থী হতে এনসিপির অফিসে যোগাযোগ করতে পারবেন।
বৈঠকে দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।