গাজীপুরে এক রাতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে পরপর এসব অগ্নিসংযোগে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় বাসে কেউ ছিলেন না।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসেও একইভাবে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির বেশ কয়েকটি সিট পুড়ে যায়।
এছাড়া শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার ধরন দেখে পুলিশের প্রাথমিক ধারণা—পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির জন্যই এসব অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।