নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে বিএনপি ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) আসরের নামাজের পর কাসেম বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী অভিযোগ করে বলেন, ছাত্রশিবির আসরের নামাজের পর দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করেছিল। নামাজ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ২৫ জন শিবির কর্মী আহত হন। গুরুতর আহতদের মধ্যে আছেন তানভীর সিয়াম, নাঈম হোসেন, ছালাউদ্দিন ও আরাফাত আলী।
অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, মসজিদে শিবিরের পক্ষ থেকে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করলে তারা বাধা দেয়। এতে শিবির কর্মীরাই প্রথমে হামলা চালায়। এ ঘটনায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।