যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার অন্টারিও প্রদেশ থেকে প্রচারিত এক রাজনৈতিক বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের উদ্ধৃতি ব্যবহার করা হয়, যেখানে তিনি শুল্ককে ‘বিপর্যয়ের কারণ’ বলে মন্তব্য করেছিলেন। ট্রাম্প এই বিজ্ঞাপনকে ‘ভুয়া’ বলে আখ্যা দিয়ে বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমা চাইলেও আলোচনা আর শুরু হবে না।
গত সপ্তাহে এই বিজ্ঞাপন ঘিরে ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
অন্টারিও সরকারের প্রধান ডগ ফোর্ডের দল পরে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। মার্ক কার্নি জানিয়েছেন, কানাডা এখনো আলোচনার জন্য প্রস্তুত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার; দেশটি প্রায় ৭৫ শতাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রে পাঠায়।