মুন্সীগঞ্জ থেকে পার্সপোর্টসহ ইতালির উদ্দেশ্যে উড়াল দিয়েছে পোষা বিড়াল ‘ক্যান্ডি’। বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৩টায় কাতার এয়ারলাইন্সে উড়াল দিয়েছে ৬ কেজির এই ডমেস্টিক মিক্সড জাতের বিড়ালটি।
ক্যান্ডি চার বছর ধরে রিক্তা বেগমের পরিবারের সদস্যের মতো লালন করা হচ্ছে। বিদেশে নেওয়ার জন্য খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। এতে বিমানের টিকিট, বিশেষ খাঁচা, সরকারি অনুমতি, পাসপোর্ট এবং ট্রানজিট বিমানবন্দরের ক্লিয়ারেন্স অন্তর্ভুক্ত।
রিক্তা বেগম জানিয়েছেন, “আমরা যেভাবে ক্যান্ডিকে লালন করেছি, ও এখন পরিবারেরই অংশ। বাইরে গেলে খাওয়া বন্ধ করে দেয়, তাই আমাদের জন্য ও ছাড়া যাওয়া অসম্ভব।”
পরিবারের ছেলে স্বপ্নীল হাসান শিথিলও বলেন, “ক্যান্ডি আমাদের পরিবারের আনন্দের উৎস। ও ছাড়া ঘরটা ফাঁকা মনে হয়।”
ভেটেরিনারি কনসালট্যান্ট ডা. শিবেন চন্দ্র লিটন জানান, বিদেশে প্রাণী বহনের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সনদ, টিকা ও মাইক্রোচিপ লাগানো হয়। ক্যান্ডির দেহে ইনজেকশনের মাধ্যমে মাইক্রোচিপ বসানো হয়েছে, যা স্ক্যান করলে ইউনিক নম্বর দেখা যায়।
মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল জানিয়েছেন, পরিবার কর্তৃক তাঁকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে আইনী বাধ্যবাধকতা না থাকলেও তারা জানিয়ে গেছেন।
ক্যান্ডি এখন ইতালিতে পরিবারের সঙ্গে বসবাস করবে, বিদেশে পোষা প্রাণী বহনের এক নজির স্থাপন করে।