বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন বলে জানা গেলেও, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক তথ্য জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এমন কিছু শুনিনি। এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।”
এর আগে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছিল, ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসবেন। সংস্থাটির কর্ণধার রাজ সময় সংবাদকে বলেন, “সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তিনি তার নিজের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানের স্থান হিসেবে ঢাকার আগারগাঁও প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।