সময় বয়ে চলে নিজের নিয়মে, কিন্তু কিছু মানুষ যেন সময়কেও থামিয়ে রাখতে পারেন—তেমনই এক নাম ঐশ্বরিয়া রাই বচ্চন। আজ বলিউডের এই অনিন্দ্যসুন্দরী অভিনেত্রীর ৫২তম জন্মদিন। বয়স বাড়লেও তার সৌন্দর্য, শালীনতা ও উপস্থিতি আজও নব্বইয়ের দশকের মতোই উজ্জ্বল।
১৯৭৩ সালের ১ নভেম্বর কর্ণাটকের মঙ্গলুরুতে জন্ম নেওয়া ঐশ্বরিয়া প্রথমে স্থপতি হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু ভাগ্য তাকে নিয়ে আসে আলোঝলমলে দুনিয়ায়। নব্বইয়ের দশকের শুরুতে বিজ্ঞাপন ও মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। এরপর ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে সারা বিশ্বের নজর কাড়েন।
১৯৯৭ সালে মনিরত্নমের তামিল ছবি ইরুভার দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। একই বছর বলিউডে আসেন ঔর পেয়ার হো গয়া ছবির মাধ্যমে। তবে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম মুক্তির পর। এরপর দেবদাস, তাল, জোধা আকবর, গুরু ও ধূম ২-এ অভিনয়ে প্রমাণ করেন, তিনি কেবল সৌন্দর্যের প্রতীক নন—প্রতিভাতেও অনন্য।
ঐশ্বরিয়া শুধু বলিউড নয়, আন্তর্জাতিক পরিসরেও ভারতের গর্ব। ব্রাইড অ্যান্ড প্রেজুডিস ও দ্য পিঙ্ক প্যান্থার ২-এর মতো হলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরে কান চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতি ভারতীয় গ্ল্যামারের প্রতীক হয়ে উঠেছে।