গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত এই আইনে গুমের মতো গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এর আগে খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গুম প্রতিরোধ ও ভুক্তভোগীদের সুরক্ষার জন্য কঠোর দণ্ডবিধি রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, এই আইন কার্যকর হলে গুমের মতো মানবাধিকারবিরোধী অপরাধের বিরুদ্ধে দেশের আইনি কাঠামো আরও শক্তিশালী হবে। অধ্যাদেশটি শিগগিরই জারি করা হবে বলে জানান তিনি।