একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার লেনদেন শুরুর আগেই দেশের দুই স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের এ সিদ্ধান্ত জানানো হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এর আগে, গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তাদের নিয়ন্ত্রণ নেয় এবং প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ দেয়। একই সঙ্গে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংকগুলোর আর্থিক অবস্থার কারণে তাদের শেয়ারের মূল্য এখন শূন্য এবং শেয়ারধারীরা কোনো অর্থ পাবেন না।
এই ঘোষণার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। আজ সকালে বিএসইসির লেনদেন স্থগিতের ঘোষণার পর বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেলেও অনেকেই মনে করছেন, সিদ্ধান্তটি অনেক দেরিতে এসেছে।
বাজার–সংশ্লিষ্টদের মতে, সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলো একীভূত করার সিদ্ধান্ত নেওয়ার সময়ই যদি বিএসইসি দ্রুত লেনদেন স্থগিত করত, তাহলে নতুন বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তেন না।