বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’ (বিইউপি) আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহাসচিব মো. আমিনুল ইসলাম ও ট্রেজারার আব্দুল কাদের ভূঁইয়া। মোট ৬০ থেকে ৭০ জন অতিথি অনুষ্ঠানে ছিলেন, যার মধ্যে অন্তত ২৫ জন ছিলেন গণমাধ্যমকর্মী।
চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, দলের লক্ষ্য হলো বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত ও আধুনিক বাংলাদেশ গঠন করা। তিনি আরও বলেন, দেশের অন্তত ২০টি জেলা ও শতাধিক উপজেলায় দলটির কমিটি রয়েছে।
বিইউপির নেতারা জানিয়েছেন, দলের রাজনৈতিক কার্যালয় রাজধানীর শেওড়াপাড়ায় অবস্থিত। যদিও এখনো গঠনতন্ত্র তৈরি হয়নি, তবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ‘রকেট’ প্রতীক পেতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে।
চেয়ারম্যান জাকির হোসেন জানিয়েছেন, “দল নিবন্ধন না পেলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা-কর্মীরা অংশ নেবে।”
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশে এ পর্যন্ত দুই ডজনের বেশি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) সাম্প্রতিকতম নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করলো।