ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা থাকলেও কার্যকর কোনো তদন্ত হয়নি। নতুন আদেশে সালমানের মামা আলমগীর কুমকুম বাদী হয়ে মামলা করেছেন। এতে সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
সালমানের পরিবার বরাবরই দাবি করে আসছে, তিনি পরিকল্পিতভাবে হত্যা হয়েছেন। অন্যদিকে সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, সালমান মানসিকভাবে আত্মহত্যার প্রবণ ছিলেন।
মামলা পুনরুজ্জীবনের নির্দেশের পর সাম্প্রতিক চার দিন ধরে সামিরার খোঁজ পাওয়া যাচ্ছে না, তার ব্যবহৃত ফোন নম্বরও বন্ধ। মামলার অপর আসামি ডন হকও যোগাযোগের বাইরে রয়েছেন।
নব্বইয়ের দশকে মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি ছবিতে অভিনয় করে সালমান শাহ অর্জন করেছিলেন বিপুল জনপ্রিয়তা। মৃত্যুর ২৯ বছর পরও তিনি ঢালিউডের চিরস্মরণীয় নক্ষত্র হিসেবে রয়ে গেছেন।