নতুন যুগের সূচনা ভালো হলো না রোহিত শর্মা ও বিরাট কোহলির। তরুণ অধিনায়ক শুবমান গিলের নেতৃত্বে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুজনই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।
রোহিত আউট হয়েছেন ৮ রান করে জশ হ্যাজলউডের বলে স্লিপে ম্যাট রেন শর হাতে ক্যাচ দিয়ে। আর কোহলি মিচেল স্টার্কের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন কুপার কনোলির হাতে, কোনো রান না করেই।
অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে ফিরলেন কোহলি। স্টার্ক দ্বিতীয় বোলার হিসেবে তাঁকে দুইবার শূন্যতে ফেরালেন।
রোহিত ও কোহলি শেষবার ভারতের হয়ে খেলেছেন ৭ মাস আগে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এরপর দুজন শুধু আইপিএলে খেলেছেন। এবার অস্ট্রেলিয়া সিরিজে তাঁরা খেলছেন তরুণ অধিনায়ক গিলের অধীনে।
সিনিয়র এই দুই ব্যাটারের জন্য আজকের ম্যাচ ছিল ২২৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। এর আগে ২০১৬ সালে ধোনির অধীনে সর্বশেষ অন্য কারও নেতৃত্বে খেলেছিলেন তাঁরা। এরপর অধিনায়কত্ব গেছে ধোনি থেকে কোহলি, কোহলি থেকে রোহিত, আর এবার রোহিত থেকে গিলের হাতে।
এদিকে, গুঞ্জন উঠেছে এই সিরিজই হতে পারে তাঁদের শেষ ওয়ানডে সিরিজ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ২৫ রানেই হারিয়েছে ৩ উইকেট। রোহিত-কোহলির পাশাপাশি আউট হয়েছেন অধিনায়ক গিলও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা চলছিল।