সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন তার ভক্তরা। ভক্তদের পক্ষে সাজিদ কামাল জানান, ২৯ বছর পরে সালমান শাহ আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন, তবে হত্যার বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
তিনি বলেন, “দীর্ঘদিন একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে আসছিল। আসামিরা সত্য লুকিয়ে তদন্তে বাধা দিয়েছে। আদালতের নির্দেশে মামলা এখন হত্যা মামলা হিসেবে রমনা থানার কাছে এসেছে, কিন্তু এখনও কেউ গ্রেপ্তার হয়নি।”
ভক্তরা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে চাইছেন নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার, যাতে আগের মতো আসামিরা ক্ষমতাবলে পার পেয়ে না যায়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার হয়। মাত্র ২৫ বছরে তিনি অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে, সবই বাণিজ্যিকভাবে সফল। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’সহ তাঁর প্রতিটি সিনেমাই ছিল বক্স অফিস হিট।