জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ও কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি জোবায়েদ হোসাইনকে খুন করেছে তার ছাত্রীর প্রাক্তন প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু। নিহত জোবায়েদ পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নূরবক্স লেনের ‘রৌশান ভিলা’ বাসায় পদার্থ, রসায়ন ও বায়োলজি পড়াতেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জোবায়েদের ছাত্রীর নাম বর্ষা। বর্ষার সঙ্গে মাহিরের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বর্ষা মাহিরকে জানায়, সে জোবায়েদকে পছন্দ করে। বিষয়টি জানতে পেরে রাগে ক্ষোভে মাহির ও তার বন্ধু জোবায়েদকে খুন করেছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, বর্ষার সঙ্গে জোবায়েদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাদের মধ্যে শুধুমাত্র শিক্ষাগত সম্পর্ক ছিল। ঘটনার দিন রবিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে জোবায়েদকে তিন তলার সিঁড়িতে উপুড় অবস্থায় পাওয়া যায়।
নিহতের পরিবার রবিবার রাত থেকে মামলা করার চেষ্টা করলেও সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। মাহির রহমান ও তার বন্ধু গ্রেপ্তার হয়নি, তবে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে মামলা দায়ের করা হবে।