স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার দুপুরে তাকে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ রাজু।
গ্রেপ্তারের সময় থানায় উপস্থিত ছিলেন রিয়া মনি। তিনি জানান, পুলিশের মাধ্যমে হিরো আলমকে থানায় আনা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত গত বুধবার (১২ নভেম্বর) মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রিয়া মনি এই মামলা করেন। মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিমকেও আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে হিরো আলম রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে গত ২১ জুন মীমাংসার নামে ডাকা বৈঠকে হিরো আলমসহ কয়েকজন রিয়া মনি ও তার পরিবারকে গালাগাল এবং মারধর করেন। এসময় রিয়া মনির গলায় থাকা দেড় ভরি সোনার চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন এবং আজ সেই মামলায় হিরো আলম গ্রেপ্তার হলেন।