২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে আজ থেকে। রোববার (২ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।
বার্তার সঙ্গে প্রকাশিত ৪৮ সেকেন্ডের টিজার ভিডিওতে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ড. খান সুবায়েল বিন রফিক সবাইকে প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে আনতে হবে।’ ভিডিওটি শেষ হয় স্লোগান দিয়ে—“দেশের চাবি আপনার হাতে।”
ভিডিওতে ২০২২ সালের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি বক্তব্যও দেখানো হয়, যেখানে তিনি শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থনের কথা উল্লেখ করেন।
এর আগে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’