মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্যোগে অক্টোবর মাসব্যাপী ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৫’-এর সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) টাঙ্গাইলে এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ আচরণ, অনলাইন প্রতারণা প্রতিরোধসহ সাইবার নিরাপত্তার মৌলিক ধারণা তুলে ধরা হয়।
এছাড়া, এই পর্যন্ত টাঙ্গাইলের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে-ইসলামী বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয়, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় ও সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক ক্লাস, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করেছে এবং ভবিষ্যতে ডিজিটাল জীবনে নিরাপদ থাকার অনুপ্রেরণা জুগিয়েছে।
মাভাবিপ্রবি সাইবার সিকিউরিটি ক্লাবের সদস্যরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে তারা নিয়মিতভাবে কাজ করে যাবেন।